মালাইকা’র ফ্ল্যাট ভাড়া দেওয়ার গোপন কথা!

মালাইকা’র ফ্ল্যাট ভাড়া দেওয়ার গোপন কথা!

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

বলিউডি অভিনেতা আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহ বিচ্ছেদের বেশ কয়েক বছর হয়ে গেলেও তাদের মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এটা সম্ভব হয়েছে এই জুটির একমাত্র সন্তান ছেলে আরহাহের কারণে। তাইতো নিজেদের সৌজন্যমূলক একটা সম্পর্ক বজায় রেখেছেন তারা।

যদিও বিচ্ছেদের পর ‘খান’ পদবিটি নিজের নামের থেকে সরিয়ে দিয়েছেন মালাইকা। চলচ্চিত্রে অভিনয়ের থেকে এখন বেশি তাকে দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে। নেহাত কম টাকা কিন্তু পারিশ্রমিক নেন না অভিনেত্রী। এরপরও এবার নিজের পালি হিলস্ এর ফ্ল্যাটটি ভাড়া দিলেন মালাইকা। সেটি ভাড়া দিয়েছেন মুম্বাইইয়ের খ্যাতনামা পোশাকশিল্পী কশিশ হন্সকে।

জানা গেছে, মুম্বাইয়ে অভিজাত এলাকা বান্দ্রা, পালি হিলসে, এমন বেশ কিছু জায়গায় ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। তারই একটি ফ্ল্যাট ভাড়া দিলেন তিনি, মাসিক দেড় লাখ রুপিতে। ফ্ল্যাটটি তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন তিনি। প্রতি বছর ৫ শতাংশ করে বাড়বে ভাড়া। এছাড়াও বান্দ্রায় যে ফ্ল্যাটটি রয়েছে অভিনেত্রীর, সেটিও না কি ভাড়া দেওয়া। নিজের থাকার চাইতে বেশি ফ্ল্যাট থাকায় তিনি এগুলো ভাড়া দিয়েছেন। যদিও মালাইকা নিজে যে বাড়িতে থাকেন বান্দ্রা এলাকাতেই, সেটির আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা। সম্প্রতি তিনি আরও একটি ফ্ল্যাট কিনেছেন, যেটি তৈরি হয়ে হাতে পাওয়া নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *