র‌্যাপার কানাইয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

র‌্যাপার কানাইয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

কানইয়ে ওয়েস্ট এই সময়ের অন্যতম জনপ্রিয় র‌্যাপার। ২৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডসসহ অসংখ্য পুরস্কার আছে তার ঝুলিতে। তবে নানা কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন প্রখ্যাত এই মার্কিন র‌্যাপার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছে থেকে শুরু করে কিম কার্দাশিয়ানের সঙ্গে বিচ্ছেদ- নানা বিষয়ে তিনি সবসময় থেকেছেন আলোচনায়।

গত বছরের নভেম্বরে কানইয়ের প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মী মার্কিন সাময়িকী রোলিং স্টোনের কাছে অভিযোগ করেন, কর্মীদের মিটিংয়ে সময় তিনি পর্ন সিনেমা চালিয়ে দিতেন। এ ছাড়া কর্মী নিয়োগের সাক্ষাৎকারের সময় ওয়েস্ট তার তখনকার স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখাতেন।

প্রতিবেদনটিতে বলা হয়, এবার আগের সব অভিযোগের সীমা পার হয়ে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠছে! আর এমন অভিযোগে কানইয়ের বিরুদ্ধে এবার মামলা করলেন তার সাবেক সহকারী লরেন পিসোত্তা।

মামলায় লরেন অভিযোগ করেছেন, কানইয়ে তাকে যৌন হয়রানিমূলক খুদে বার্তা ও ভিডিও পাঠিয়েছেন। কানইয়ের বিরুদ্ধে চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্তেরও অভিযোগ করেন লরেন।

লরেনের দাবি, ২০২২ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়; কিন্তু প্রতিশ্রুত ৩০ লাখ ডলার তিনি পাননি। অভিযোগ সম্পর্কে র‌্যাপারের প্রতিক্রিয়া জানতে বিবিসি তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে, কিন্তু তিনি সাড়া দেননি।

লরেনের অভিযোগ, কানইয়ে তাকে অশ্লীল বার্তা ও পর্ন ভিডিও পাঠাতেন। এ ছাড়া লরেনের সঙ্গে ফোনে কথা বলার সময় কানইয়ে বিভিন্ন যৌন উসকানিমূলক কর্মকাণ্ডও করতেন।

জানা গেছে, ২০২১ সালে লরেনকে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেন কানইয়ে। লরেন কানাইয়ের সঙ্গে কয়েকটি গানেও কাজ করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরের দিকে লরেনের পদোন্নতি হয়। এর কিছুদিন পরই চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *