অনলাইন ডেস্ক :
বলিউড টপকে গোটা ভারতে এখন দক্ষিণী সিনেমার দাপট। ‘বাহুবলী ২’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘ভ্যালিমাই’কে ছাপিয়ে এবার সেরার সেরা শিরোপা পেল কমল হাসানের ‘বিক্রম’। ৩ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এক মাসেই একের পর এক জনপ্রিয় ছবির রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন কমল হাসান। ইতোমধ্যে বাহুবলী ২-এর পাঁচ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে বিক্রম। শুধু তাই নয়, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘ভ্যালিমাই’কে পেছনে ফেলে প্রথম হয়েছে বিক্রম। সারা পৃথিবী জুড়ে ইতোমধ্যে ৪৫০ কোটির ওপর বাণিজ্য করেছে বিক্রম। বক্স অফিসে অক্ষয়ের ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর সঙ্গে টেক্কা দিয়েছে কমল হাসানের ‘বিক্রম’। বক্স অফিসে ভালো করেনি ‘সম্রাট পৃথ্বীরাজ’। সেই তুলনায় ভালো ফল দিয়েছে কার্তিকের ভুলভুলাইয়া ২। কিন্তু বিশ্বব্যাপী ভালো করছে কমল হাসানের ‘বিক্রম’।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com