অনলাইন ডেস্ক :
দেশ ইসলাম। স্বপ্ন দেখেন চলচ্চিত্র জগতের একজন দক্ষ অভিনেতা হওয়ার। নিজেকে গড়ছেন সেভাবেই । একজন চলচ্চিত্রের নায়ক হতে যা দরকার সেই লক্ষ্য পূরণে নিজেকে তৈরি করছেন। দীর্ঘ সময় থিয়েটারে সময় দিয়েছেন। শিল্পকলা একাডেমীতে তার অনেক নাটক মঞ্চায়িত হয়েছে।
কাজের ব্যাপারে খুব ডেডিকেটেড। দেখেশুনে সিদ্ধান্ত নেন। ঢালাও ভাবে কাজ করলে অনেক কাজ করতে পারতেন। মোট কথা কাজে ব্যাপারে একটুও ছাড় দেয়া চলবে না। মিডিয়ায় পদচারনা দীর্ঘ দিনের। এর মধ্যে কাজ করছেন মাত্র ৪ টি চলচ্চিত্রে। তাও আবার প্রধান চরিত্রে। তার মধ্যে শেষ হয়েছে সফল সিনেমার পরিচালক রাজু চৌধুরী পরিচালিত 'জ্বলছি আমি' সিনেমাটি। সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
সিনেমাটি প্রসঙ্গে জানতে চাইলে দেশ ইসলাম বলেন, রাজু চৌধুরী বাংলাদেশের একজন খ্যাতিমান পরিচালক। বেশ কিছু সিনেমার সফল পরিচালক তিনি। শাকিব খান, আমিন খান, রিয়াজ থেকে শুরু করে বাংলাদেশের বড় তারকা নিয়ে কাজ করেছেন তিনি। কাজের অভিজ্ঞতা অনেক বড় তাই তার সাথে কাজ করতে গিয়ে স্কুলিং এর মত অনেক কিছু শিখেছি আমি। যেটা আমার পরবর্তী সময় অন্যান্য সিনেমাতে কাজ করতে গিয়ে কাজে দিয়েছে। 'জ্বলছি আমি' সিনেমাটি অবশ্যই বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী মানুষকে ভালো কিছু উপহার দিবে। শীঘ্রই সিনেমাটি মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মৌ খান।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com