অনলাইন ডেস্ক :
স্বামী ভিকি কৌশলকে নিয়ে জলকেলিতে মেতে আছেন ক্যাটরিনা কাইফ। জড়িয়ে ধরে রেখেছেন বুকের মাঝে। ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে নিজেই একটি সুইমিং পুলে ভিকিকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এবং আমার....’।
আর এতেই শনিবার (৭ মে) বোমা ফাটিয়েছেন সিক্তবসনা সুন্দরী। যা দেখে উত্তাল নেটমাধ্যম! সুইমিং পুলে একী করলেন ক্যাটরিনা! ছবি তো নয়! একমুঠো আগুন যেন! তারই আঁচে সকাল সকাল পুড়ল নেটমাধ্যম! সৌজন্যে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। সুইমিং পুলের জলে ভেজা নবদম্পতির উষ্ণ ছবিতে উত্তাল অনুরাগী মহল! ঊর্ধ্বা'ঙ্গ অনাবৃত ভিকির। খোলামেলা পোশাকে ভিজে সারা ক্যাট-ও। আদরে, সোহাগে তো বটেই, তীব্র আশ্লেষে জড়িয়ে স্বামীর শরীর। যেন গোটা দুনিয়াকে জোর গলায় জানান দেয়া, 'চারপাশে অনন্ত উত্তাপ ছড়ানো এ মানুষটি শুধু আমারই'!
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com