৭৯ বছর বয়সে ফের বাবা হলেন মার্কিন অভিনেতা

৭৯ বছর বয়সে ফের বাবা হলেন মার্কিন অভিনেতা

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

প্রথম সন্তান কন্যা ড্রেনার বয়স এখন ৫১ বছর। নিজেও পৌঁছে গেছেন বার্ধক্যে। অস্কারজয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরোর বর্তমান বয়স ৭৯ বছর। এই বয়সেও ফের বাবা হওয়ার খবর দিলেন তিনি।

এনডিটিভি জানায়, তার আসন্ন ছবি ‘অ্যাবাউট মাই ফাদার’-এর প্রচারের সময় এই সুখবর শেয়ার করে নেন তিনি। কথা বলেন পিতৃত্ব নিয়েও। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে এই সাক্ষাৎকার দেন তিনি। এ সময় সঞ্চালক বলেন, ‘আমি জানি আপনার ৬ সন্তান।’ এ বক্তব্য সংশোধন করে দিয়ে রবার্ট ডি নিরো বলেন, ‘আমার সন্তান সাতজন। সম্প্রতি আমাদের আরেকটি সন্তান হয়েছে।’ যদিও সপ্তম সন্তানের মা কে তা জানাননি। তবে তার বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, সপ্তম সন্তানের মা টিফানি। রবার্ট ডি নিরোর প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের। এ সংসারে ড্রেনা নামে এক কন্যা সন্তান রয়েছে, যার বয়স ৫১ বছর। অন্যদিকে পুত্র রাফায়েলের বয়স ৪৬ বছর। ১৯৯৫ সালে রবার্ট ডি নিরোর বান্ধবী মডেল-অভিনেত্রী টুকি স্মিথ যমজ পুত্র সন্তান জুলিয়ান এবং অ্যারনের (২৭) জন্ম দেন। এ দুই সন্তানের বাবা রবার্ট। তা ছাড়াও পুত্র এলিয়ট (২৪), কন্যা হেলেন গ্রেস (১১) নামে দুই সন্তান রয়েছে। এ দুই সন্তানের মা রবার্ট ডি নিরোর প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ার। হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো । ‘দ্য আইরিশম্যান’, ‘দ্য গডফাদার: পার্ট ২’, ‘র‌্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমার বিখ্যাত অভিনেতা তিনি। দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং সাতবার অস্কারে মনোনয়ন পেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *