ডিআরইউ লেখক সম্মাননা পেলেন মানিক

ডিআরইউ লেখক সম্মাননা পেলেন মানিক

বিনোদন ডেস্ক :

লেখক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিককে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) লেখক সম্মাননা ২০২১ প্রদান করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা স্ক্রেস্ট, উপহার সামগ্রী, বই ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিআরইউ এর সভাপতি মুরসালিন নোমানী এবং প্রচার প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল।

এমন সম্মাননা প্রাপ্তি নিয়ে মানিক জানায়, স্বীকৃতি বা মূল্যায়ন কাজের গতিকে বাড়িয়ে দেয়। তবে মূল্যায়ন হোক বা না হোক মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার মধ্যে বড় আনন্দ রয়েছে। শুধু আমার নয়, সব জীবনমুখী লেখা এভাবে ছড়িয়ে পড়ুক সর্বত্র।

উল্লেখ্য, গত বইমেলায় আমিরুল মোমেনীন মানিকের দুটি বই (গদ্য- টিভি সাংবাদিকতার অ আ ক খ, উপন্যাস- আরতুগ্রুল বাঙালি) প্রকাশিত হয়।

সম্প্রতি মানিক বাংলাদেশ জাতীয় জাদুঘর শিল্পী সম্মাননা পেয়েছেন। এছাড়াও কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন রয়টার্স মেকিং টিভি নিউজ এ্যাওয়ার্ড, ইউনেস্কো ক্লাব জার্নালিজম এ্যাওয়ার্ড, উদীচী ইতিহাস প্রতিযোগিতা পুরস্কার, সাঁকো এ্যাওয়ার্ড, ভিন্নমাত্রা এ্যাওয়ার্ড, শের-ই বাংলা স্বর্ণপদক, গুণীজন সম্মাননা ২০১৭ (কোলকাতা, ভারত), আরশীকথা সম্মাননা (ত্রিপুরা, ভারত), ঢাকা রিপোর্টার্স ইউনিটি লেখক সম্মাননা সহ আরও অনেক পুরস্কার।

আমিরুল মোমেনীন মানিক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এবং ল’ রিপোর্টার্স ফোরামের স্থায়ী সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *