সালমানকে বিয়ে করলেন ক্যাটরিনা

সালমানকে বিয়ে করলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক :

বলিউডের খবরে এখন শিরোনামে শুধুই ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। আর যেহেতু ক্যাটরিনা
কাইফ আছেন, তাই তার সঙ্গে বার বার জুড়ে যাচ্ছে সালমান খানের নাম। শুক্রবার (২৬ নভেম্বর) থেকে গল্পের মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে! কলকাতার সংবাদমাধ্যমে ভিকির বোনের দেওয়া বরাতে জানা যায়,ভিকি বিয়ে করছেন না ক্যাটরিনাকে। ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে যে খবর ছড়িয়েছে তা গুজব!

এই সাক্ষাতকার সামনে আসতেই একদিকে যখন হইচই পড়ে গেছে সব মহলে, তখন অন্যদিকে সামনে চলে এল
সালমান খান এবং ক্যাটরিনা কাইফের বিয়ের ভিডিও। প্রথমটায় সবাই খানিক ঘাবড়ে গেলেও, পরে বিষয়টা খোলসা হল। না, বাস্তবে এই দৃশ্য দেখা যায়নি এবং যাবেও না। সালমান ও ক্যাটরিনার বিয়ের যে ভিডিও নিয়ে এত হইচই, সেটি তাদের সিনেমার একটি দৃশ্য।

সালমানকে দেখা যাচ্ছে এক বৃদ্ধের বেশে ক্যাটরিনার সামনে দাঁড়িয়ে। পরিচালকের নির্দেশে বাধ্য কনের মতোই সালমানের গলায় বরমালা পরিয়ে দিলেন ক্যাট সুন্দরী। আর সঙ্গে সঙ্গে তাদের উপর পুষ্পবৃষ্টি হতে শুরু করল। এই ভিডিওটি একদম সঠিক সময়ে ভাইরাল হয়েছে। ভক্তদের মন্তব্য উপচে পড়ছে কমেন্ট সেকশনে। ২০১৯ সালের এই ভিডিওটি এরই মধ্যে ছড়িয়ে গেছে নেট দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *