বিনোদন ডেস্ক :
টিভি বিজ্ঞাপন, প্রামাণ্য চিত্র, চলচিত্র ও অনলাইন ভিডিও কমার্শিয়াল এর ভিডিও সম্পাদনা, রং বিন্যাশ ও গ্রাফিক্র এর কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত ভিডিও সম্পাদক ও নির্মাতা ইয়াছিন। এসব কাজের ব্যস্ততার ফাকে সুযোগ পেলে টিভি বিজ্ঞাপন, ডকুমেন্টরী, শর্টফিল্ম নির্মান করেন তিনি। সে ধারাবাহিকতায় সাম্প্রতি যৌথ ভাবে ইয়াছিন ও খালিদ হাসান রুমি নির্মান করলেন আধুনিক পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিম এর বিজ্ঞাপন।
নির্মাতা ইয়াছিন বলেন, বর্তমান বাংলাদেশের বাজারে দেশীয় মানসম্মত আধুনিক পোশাক তৈরি কারক প্রতিষ্ঠানের ভিতরে ব্লু ড্রিম ব্র্যান্ড ও অন্যতম একটি ব্র্যান্ড। আমি চাই দেশীয় আধুনিক পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিম এর সুনাম ছড়িয়ে পড়ুক সারাদেশে। বিদেশী পণ্যর চেয়ে মানুষ দেশী পণ্য ব্যবহার করুক বেশি। তিনি আরও বলেন, কাহিনি কে প্রাধান্য দিয়ে বিজ্ঞাপনটি নির্মান করা হয়েছে। গল্পে স্বামী-স্ত্রীর বিবাহ বার্ষিকীর আবেগ-অনুভ‚তি ফুটে উঠবে।
বিজ্ঞাপনটিতে অভিনয় করেছে জনপ্রিয় অভিনেতা কাজী আসিফ ও জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং রিসা চৌধুরী। এর স্ক্রিপ্ট লিখেছেন খালিদ হাসান রুমি। ২৪শে নভেম্বর বিজ্ঞাপনটির শুটিং হয়েছে উত্তরার একটি শুটিং হাউজে। নির্মাতা রুমি বলেন, এই বিজ্ঞাপনের পোষ্ট-প্রোডাকশনের কাজ শেষ করে বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে। নতুন বিজ্ঞাপন প্রসংগে ইয়াছিন আরও বলেন, ‘ সম্পাদনার কাজের বাহিরে সময় সুযোগ পেলেই আমি বিজ্ঞাপন, ডকুমেন্টরি, শর্টফিল্ম নির্মান করি। আশা করছি দর্শকরা বিজ্ঞাপনটি খুবই পছন্দ করবেন।