চিত্রনায়ক জায়েদ খানের মায়ের মৃত্যু

চিত্রনায়ক জায়েদ খানের মায়ের মৃত্যু

বিনোদন ডেস্ক :

চিত্রনায়ক ও বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের মা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মায়ের এমন মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না চিত্রনায়ক জায়েদ খান। তিনি তার মায়ের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন সকলের কাছে।

মমতাময়ী মায়ের এমন বিদায়ের পর শোকাহত অবস্থায় জায়েদ খান বলেন, আল্লাহ তায়ালার কি যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ (২৭ ডিসেম্বর) মাকে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কীভাবে সহ্য করব। মা-এর জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, গতবছরের (২০২০ সালের) ৩১ ডিসেম্বর রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে জায়েদ খানের বাবা এম এ হক মারা গেছেন। গুরুতর অবস্থায় ভর্তি হয়ে ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। পিরোজপুরের পারিবারিক কবরস্থানে তার বাবাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *