অনলাইন ডেস্ক :
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে স্টার সিনপ্লেক্সে মুক্তি পাচ্ছে কসাই। চিত্রনায়ক নিরব ও মামুন রাশেদ অপু অভিনীত ছবিটি করোনার কারণে গত ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্রনায়ক নিরব। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার থেকে সিনপ্লেক্সের সীমান্ত সম্ভার ও বসুন্ধরা শপিংমল শাখায় কসাই চালানো হবে। করোনার সংক্রমণের কারণে লকডাউন জোরদার করা হলে বন্ধ রাখা হয় স্টার সিনপ্লেক্স। ঈদ সামনে রেখে আজ থেকে আবার চালু হচ্ছে।’ অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিরব ও রাশেদ মামুন অপু। সত্য নৃশংস ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কসাই’। তাই এর ট্যাগলাইনে রাখা হয়েছে ‘হিংস্রতাই নেশা’।