অনলাইন ডেস্ক :
ভালোবাসা দিবসে আসছে মডেল দীপ চৌধুরীর নতুন বেশ কিছু মিউজিক্যাল ফিল্ম। যার মধ্যে তরুণ সংগীত শিল্পী জাহিদ নিলয় এর রয়েছে দুটি গান। গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানান দীপ। গানগুলোর মিউজিক করেছেন সংগীত পরিচালক এম এম পি রনি। মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেন রেজা মাহমুদ। গান দুটি ঢাকার অত্যন্ত সুন্দর ও মনোরন পরিবেশে চিত্রায়িত হয়। এতে আর্ট ও সেট ডিজাইন করেন আপন, ক্যামেরাতে ছিলেন সোহেল খান, মেকআপে অপূর্ব।
গান দুটি নিয়ে জানতে চাইলে শিল্পী বলেন, শুধু তোরই পারাপার ও বুকে মায়া গান দুটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। বেশ কিছু সংখ্যক মানুষের পরিশ্রমের বিনিময়ে আমার এই দুইটি গান । আমি মহান আল্লাহর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ গানগুলোর ভিডিওগুলো শেষ করতে পেরে । আশা রাখি যেন দর্শক ও শ্রোতা একটু হলেও আনন্দ উপভোগ করতে পারবেন। আর গানগুলো যদি মানুষ ভালোবেসে গ্রহণ করে, তবে সেটিই হবে আমার সার্থকতা। দীপের সাথে দুটি গানে জুটি হয়েছেন একটিতে কাসফিম মুসকান আরেকটিতে জারা মনি। এটি কাসফিম মুসকানের ও জারা মনির প্রথম মিউজিক ভিডিও হলেও এর আগে অনেক নাটকে কাজ করেছেন। গান প্রসঙ্গে দীপ চৌধুরী বলেন, আমার মনের ভালোবাসা দিয়ে কাজ করেছি। দুটি জনপ্রিয় ইউটিউব প্লাটফর্ম থেকে রিলিজ করা হবে৷ আশা করি দর্শকের ভালো লাগবে।