বিনোদন ডেস্ক :
ভালবাসা দিবসে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে এলো জান্নাতুল অনন্য অপ্সরা। একের পর এক কাজ করে নিজের অবস্থানটা বেশ শক্ত করেই নিয়েছেন তিনি। এবার বিগ বাজেটের গানচিত্রে দেখা যাবে অপ্সরাকে। রিয়েল আশিকের কথায় হাসনে আল মামুনের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ ইসলাম। হুমায়ুন কবীরের প্রযোজনায় মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন এম এইচ রিজভী। ২০২১ সালের ডিসেম্বরে থাইল্যান্ড ও কক্সবাজারে গানটির শ্যুটিং করা হয়। বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে গানটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
গানচিত্র সম্পর্কে পরিচালক এম এইচ রিজভী বলেন,কাজটা বিগ বাজেটের ছিল। ভালবাসার মানুষ দুই প্রান্তে থেকেও দুজনের প্রতি এত আকর্ষণ তুলে ধরা হয়েছে যা দর্শক দেখলেই বুঝতে পারবে। আশা রাখি ভালবাসা দিবসে দর্শকদের জন্য সেরা কিছুই হবে। মডেল অপ্সরা বলেন, গানটির শ্যুটিং থাইল্যান্ড এবং কক্সবাজারে করা হয়েছে।
বিগ বাজেটের একটি মিউজিক্যাল ফিল্ম। যেখানে আমাকে আমাকে অনেক মর্ডান ও ওয়েস্টার্ণ সাজে দেখা যাবে। একদম ভিন্ন ক্যাটালগের গানটি দর্শকদের মনে জায়গা করে নিবে। যেমন বিগ বাজেটের কাজ , ঠিক তেমনি এই ভালবাসা দিবসে দর্শকদের জন্য বিগ ধামাকা থাকছে।