অনলাইন ডেস্ক :
বলিউডের বিউটি ক্যুইন খ্যাত দীপিকা পাডুকোন একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে অনুরাগীর সংখ্যা বাড়িয়েই চলেছেন। এই অভিনেত্রীকেই কিনা শুনতে হয়েছিল তার স্তন প্রতিস্থাপন করিয়ে নেয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাধারণ মানুষের থেকে তিনি সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ কী পরামর্শ পেয়েছেন, এর উত্তরেই অদ্ভুত এক অভিজ্ঞতার কথা জানান দীপিকা। তিনি বলেন, জীবনে সবচেয়ে খারাপ যে পরামর্শ পেয়েছিলাম, সেটা হল ব্রেস্ট ট্রান্সপ্লান্ট। তখন আমার ১৮ বছর বয়স। মাঝে মাঝে ভাবি, এই পরামর্শ আমি না মেনে ঠিক করেছি কিনা। জীবনে ভালো পরামর্শ কী পেয়েছেন? কার থেকেই বা পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে দীপিকা বলেন, শাহরুখ খান খুব ভাল পরামর্শ দেয়। অনেকটা তার থেকে পরামর্শ পেয়েছি। একবার বলেছিল, সবসময় তাদের সঙ্গেই যেন কাজ করি, যাদের সঙ্গে কাজ করতে ভাল সময় কাটে। কারণ ছবি তৈরির সময় জীবনের অনেকটা সময় কাটাতে হয়। তাই সুখস্মৃতি আর ভালো অভিজ্ঞতা অর্জন করলেই ভাল লাগবে।