অনলাইন ডেস্ক :
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান অনেক নায়িকার সাথে প্রেমের সম্পর্ক করেছে। সম্প্রতি সোনাক্ষী সিনহার সঙ্গে সালমানের বিয়ের গুঞ্জন চাউর হয়েছিলো। এই গুঞ্জনের মূলে রয়েছে সুপার এডিট করা একটি ছবি সেটি বুঝতে বেশি সময় নেননি নেটজনতা। একটি ছবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বয়ে গেলেও সালমান বা সোনাক্ষীর কেউই আগে মুখ খুলেননি। তবে সম্প্রতি এক পোস্টের মন্তব্যে সোনাক্ষী লেখেন, ‘আপনি এতটাই নির্বোধ যে কোনটি সত্য ও মিথ্যা ছবি তারও পাথর্ক্য বুঝতে পারেন না।’ সঙ্গে যুক্ত করেন তিনটি হাসির ইমোজি। প্রসঙ্গত, সোনাক্ষীর পরবর্তী সিনেমা ‘ডাবল এক্সেল’। এছাড়াও ‘কাকুডা’ সিনেমায় দেখা যাবে তাকে। অন্যদিকে সালমান খান তার পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ২০২৩ সালের ২১ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।