অনলাইন ডেস্ক :
বলিউডের নায়িকা পরিণীতি চোপড়া। তিনি রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘কিল দিল’ সিনেমায়। শাদ আলী পরিচালিত সিনেমাটির প্রচারের সময় রণবীবের সঙ্গে তার রসায়ন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এর উত্তরে পরিণীতি জানান, ‘হ্যাপি বাড্ডে’ গানের শুটিং করার সময়ে বিবস্ত্র হয়ে তার সামনে দাঁড়িয়েছিলেন রণবীর! পরিণীতি বলেন, ‘একটি রোমান্টিক দৃশ্যের আগে মেকআপে ব্যস্ত ছিলাম আমি। হঠাৎ ঘুরে তাকিয়ে দেখি, পোশাক ছাড়াই দাঁড়িয়ে আছে রণবীর! পরনে ট্রাউজার্স বা ওই জাতীয় কিছুই নেই! আমি খুবই আপত্তি করায় পোশাক পরে! খুবই বেহায়া রণবীর!’ কী কারণে এমন আচরণ করেছিলেন রণবীর সে প্রসঙ্গে পরিণীতি বলেন, ‘মেকআপ ভ্যানে পোশাক না পরে থাকাটাই অভ্যাস রণবীরের। ট্রাউজার্স বা পরনের পোশাক যার সামনে খুশি খুলেও ফেলতে পারে! ওর কিছু মনেই হবে না। কিন্তু উল্টোদিকের মানুষটা লজ্জায় পড়ে যাবে। আজ নয়, সেই ‘ব্যান্ড বাজা বরাত’ সিনেমার সময় থেকেই রণবীর এমন কাণ্ড করে!’