মুক্তির তৃতীয় দিনেই ১৫১ কোটি আয় করলো ‘রাধে শ্যাম’

মুক্তির তৃতীয় দিনেই ১৫১ কোটি আয় করলো ‘রাধে শ্যাম’

অনলাইন ডেস্ক :

ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্যাম’ মুক্তি পেয়েছে। এই ছবিতে পূজা হেগড়ের প্রথমবারের মত জুটি বেঁধেছে প্রভাস। ছবিটি মুক্তির মাত্র ৩ দিনে ১৫১ কোটি ব্যবসা করে ফেলল। শুক্রবার (১১ মার্চ) বিশ্বব্যাপী প্রায় ৭ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি। সমালোচিত হয়েও প্রযোজক, পরিচালকের মুখে যুদ্ধ জয়ের চওড়া হাসি এনে দিয়েছে ‘রাধে শ্যাম’। বলিউড সূত্রে জানা গেছে, মুক্তির আগেই নাকি স্যাটেলাইট, ডিজিটাল সত্ত্ব বিক্রি করে ২০০ কোটি উপার্জন করে ফেলেছে এই ছবি। প্রভাস সম্ভবত নিজেও বোঝেননি প্রথম ছবিতেই তার আর পূজার জুটি এত ভালো লাগবে দর্শকদের। বাহুবলীর পরে এই ছবিতে তিনি হস্তরেখাবিদ। এছাড়াও, ছবিতে শোনা গেছে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর। ছবির শুটিং হয়েছে ইতালি, জর্জিয়া এবং হায়দ্রাবাদে। ১১ মার্চ মুক্তি পেয়েছে গুলশান কুমার এবং টি-সিরিজের ‘রাধে শ্যাম’। ইউভি ক্রিয়েশনের প্রযোজনায়, রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ছবির সম্পাদক কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও। প্রযোজক ভূষণ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *