সঞ্জয় সমদ্দারের পরিচালনায় প্রথমবার ওয়েব সিরিজে অপূর্ব

সঞ্জয় সমদ্দারের পরিচালনায় প্রথমবার ওয়েব সিরিজে অপূর্ব

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মত ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সিরিজের নাম ‘পাস্ট টেনস’, এটি পরিচালনা করবেন ‘ট্রল’, ‘শোকসভা’, ‘শিফট’, ‘যে শহরে টাকা উড়ে’-খ্যাত নির্মাতা সঞ্জয় সমদ্দার।

জানা গেছে, ‘পাস্ট টেনস’ নির্মিত হবে শ্বাসরুদ্ধকর থ্রিলার গল্পে, যার পেছনে থাকবে রাজনীতি, জীবন ও অতীত খোঁজার কাহিনী। এখানে অপূর্ব অভিনয় করবেন ক্রাইম রিপোর্টার আশরাফ চৌধুরীর চরিত্রে।

সিরিজটিতে অপূর্বের অভিনয়ের কথা জানা গেলেও নায়িকা কে থাকছেন, তা এখনও বলতে চাননি নির্মাতা। জানান, নায়িকার বিষয়টি চমক হিসেবে থাকছে, দুয়েক দিনের মধ্যেই জানানো হবে।

তবে, চলতি মাসের শেষের দিকে এর শুটিং শুরু হবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। ঢাকা, বরিশালসহ বিভিন্ন লোকেশনে সিরিজটির দৃশ্যায়ন হবে বলেও জানা যায়।

সঞ্জয় সমদ্দারের গল্প ও চিত্রনাট্যে ৭ পর্বের এ সিরিজটি নির্মিত হবে ওটিটি প্লাটফর্ম সিনেবাজের ব্যানারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *