​​​​​​​‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি নিয়ে ভারতে যে কারণে এতো হৈচৈ

​​​​​​​‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি নিয়ে ভারতে যে কারণে এতো হৈচৈ

অনলাইন ডেস্ক :

ভারতের সিনেমা জগতের বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’। শুধু আমজনতা নয়, সিনেমাটি প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশটির বড় বড় নেতাদের মনকেও ছুঁয়ে গেছে। ছবির মুগ্ধতা এতটাই ছাড়িয়েছে যে, ইতোমধ্যেই ভারতের একাধিক রাজ্যে সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। গেল ১১ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটি মুক্তির আগে কোনো প্রচারণা না করলেও মুক্তির পর হু হু করে বেড়েছে এর জনপ্রিয়তা। এমনকি পৃথিবীর সিনেমা জগতের সবচেয়ে বড় ডাটাবেজ ‘আইএমডিবি’তে এই সিনেমার রেটিং ১০ এর মধ্যে ১০। যা একেবারই অবিশ্বাস্য ধরণের ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, কী আছে এই সিনেমায়? কেনই বা এর জনপ্রিয়তা এমন আকাশচুম্বী?

মূলত এই সিনেমাটি ১৯৯০ সালে কাশ্মীরের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। যখন কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের নিজেদের জায়গা-জমি, ঘর-বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছিল। পাকিস্তান ও কাশ্মীরভিত্তিক কিছু উগ্রবাদী সংগঠনের অমানবিক অত্যাচারের শিকার হয়েই সেসব পণ্ডিত ওই সময় কাশ্মীর ছাড়তে বাধ্য হন। দীর্ঘ ৫ হাজার বছর ধরে কাশ্মীরে পণ্ডিতরা বসবাস করে আসলেও তাদের ওপর অত্যাচারের পরিমাণ বেড়ে গেলে অনেক পণ্ডিত কাশ্মীর ছেড়ে পালান। কেউ কেউ তো আবার ভারত থেকে অন্য দেশে পালিয়ে শরনার্থীর জীবন বেছে নেন। কাশ্মীরের এই নিপীড়িত মানুষ এবং তাদের পরিবারকে নিয়ে ভারতে কখনো কোনো সিনেমা তৈরি হয়নি, হয়নি কোনো প্রতিবাদও। ফলে অগ্নিহোত্রীর এই ব্যতিক্রমী বিষয়টিই মানুষের মনে আলাদাভাবে স্থান করে নিয়েছেন। সাথে গুণী সব অভিনেতা এই ছবির সৌন্দর্যকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যা দর্শক মনে অনেক বেশি আলোড়ন তৈরি করেছে। সিনেমাটিতে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, চিন্ময় মণ্ডলেকর প্রমুখদের মতো বড় বড় অভিনেতারা নিজেদের অভিনয়ের জাদুতে কোটি কোটি মানুষকে ঘায়েল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *