সন্মাননা পেলেন চিত্রনায়িকা শাহনূর

সন্মাননা পেলেন চিত্রনায়িকা শাহনূর

অনলাইন ডেস্ক :

উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে সন্মাননা পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শাহনূর। সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা দেওয়া হয়। সম্প্রতি রাজধানীর আইডিবি ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই সন্মাননা প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, সভাপতি সড়ক ও সেতু মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানম সহ প্রমুখ।

এই অনুষ্ঠানে চিত্রনায়িকা শাহনূর ছাড়াও আরও সন্মাননা পেয়েছেন অভিনেত্রী দিলারা জামান, চিত্রনায়ক ওমর সানী ও সাংবাদিকতায় একাত্তর টিভির ফারজানা করিম, সংগীতে কন্ঠশিল্পী রুক্সি আহমেদ, কৃষিতে ড. মোঃ মেহেদী মাসুদ, প্রকল্প পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর, সমাজসেবায় সাবেক অতিরিক্ত সচিব মোতাহার হোসেন ও সাবেক সচিব সৈয়দ নকীব মুসলিম।

উল্লেখ্য, আগামী ২০ মে সারাদেশে মুক্তি পেতে পাচ্ছে চিত্রনায়িকা শাহনূর অভিনীত চলচ্চিত্র ‘বসন্ত বিকেল’। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক রফিক শিকদার। আরও অভিনয় চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহ, ওমর সানী, সুচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *