নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের ভৈরবে বিগত কয়েক বছর আগে মঞ্চনাটক চর্চা কমে গেলেও সাম্প্রতিক কয়েক বছর ধরে ভৈরবে মঞ্চ নাটকের চাহিদা বেড়ে চলেছে। বিশেষ করে ভৈরবের বিভিন্ন উৎসবমূখর অনুষ্ঠানগুলোতে মঞ্চ নাটকের চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। এ বছরে এবং গত বছরে ভৈরবের বিভিন্ন উৎসবে একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে। যা ভৈরবের সাংস্কৃতিক অঙ্গনের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। এর ফলে দিন দিন ভৈরবের নতুন প্রজন্মের মধ্যে মঞ্চ নাটকের প্রতি আলাদা আলাদা দর্শকশ্রেণী তৈরি হচ্ছে। ফলে স্থানীয় মঞ্চ নাটকের চাহিদা এগিয়ে নিতে এখন বিশেষ করে থিয়েটার আর্ট, নিবেদিতা নাট্যঙ্গন, ভৈরব বন্ধুসভা (প্রথম আলো) ও কাকলি খেলাঘর এর ধারাবাহিক প্রচেষ্টা সহায়ক ভূমিকা পালন করছে ভৈরবের বিভিন্ন উৎসবগুলোতে।
কিশোরগঞ্জের ভৈরবের স্থানীয় মঞ্চ নাটক বিষয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও ভৈরব বন্ধুসভার প্রধান পরিচালক সুমন মোল্লা মঞ্চ নাটকের ইতিবাচক এই পরিবেশ নিয়ে তার নিজ ফেসবুক ওয়ালে আশাবাদ ব্যক্ত করে। তিনি মনে করেন ভৈরবের উৎসবমুখর অনুষ্ঠানগুলোর মঞ্চ হয়ে উঠবে নিয়মিত নাটকের মঞ্চ। তিনি প্রত্যাশা এতটুকুই করেন।
ভৈরবের সংস্কৃতি অঙ্গনে দুই যুগ ধরে চলা ‘থিয়েটার আর্ট’ নাট্য সংগঠনটির অন্যতম সংগঠক সাগর রহমান ও মানিক চৌধুরী প্রায় এক যুগ মঞ্চ থেকে নিজেদের অনেকটা আড়াল করে রাখলেও, সাম্প্রতিক এই সংগঠনের ব্যানারে তারা ‘রতনেরা’ নামের একটি নাটক ভৈরবে মঞ্চস্থ করেন। যা স্থানীয় দর্শকদের কাছে প্রশংসা কুড়ায়।