অনলাইন ডেস্ক :
ছোট পর্দার এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সারা বছর তাকে ব্যস্ত থাকতে হয় নাটক কিংবা টেলিফিল্মের শুটিং নিয়ে। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ৫টি নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন মেহজাবীন চৌধুরী। নাটক গুলো হলো- ভিকি জাহেদ পরিচালিত ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘ভুলজন্ম’, কাজল আরেফিন অমি পরিচালিত ‘ভাইরাল গার্ল’ ও মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘আলো’। এরইমধ্যে শুরু হয়েছে প্রথম পর্বের ভোট। আর তাই ভক্তদের কাছে ভোট প্রার্থনা করেছেন মেহজাবীন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, শুরু হয়ে গেল ‘মেরিল-প্রথম আলো পুরষ্কার-২০২১’ এর প্রথম পর্বের ভোট। আপনাদের দোয়া এবং ভালোবাসায় গত বছর আমার অভিনীত ৫টি নাটকের জন্য ‘সেরা অভিনেত্রী’ ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি। আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে পরবর্তী পর্বে নিয়ে যাবে আপনাদেরই ভোট।