অস্কার মঞ্চে তুলকালাম কাণ্ড, উপস্থাপককে চড় উইল স্মিথের

অস্কার মঞ্চে তুলকালাম কাণ্ড, উপস্থাপককে চড় উইল স্মিথের

অনলাইন ডেস্ক :

বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস—অস্কারের ৯৪তম আসরে তুলকালাম এক কাণ্ড ঘটেছে। সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ছয়টায় এই পুরস্কারের আয়োজন শুরু হয়। এদিন অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে ছিলেন হলিউড তারকা ক্রিস রক। উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন তিনি। একে একে সকলের কথা বলতে বলতে তিনি জনপ্রিয় হলিউড অভিনেতা উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথকে নিয়েও একটু জোক মারেন। তিনি বলেন, ‘পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা’। ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তাঁর মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে ডেজার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়ায় আক্রান্ত। সেই কারণেই তাঁর চুল নেই। এই রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে তিনি চড় মারেন ক্রিস রককে। যদিও অনেকে প্রথমে ভেবেছিলেন, এটি আগে থেকে ঠিক করে রাখা ঘটনা। কিন্তু পরে দেখা যায়, এই ঘটনায় উইল সত্যিই রেগে গিয়েছেন। এবং তিনি গালিগালাজ করে বলেন, তাঁর স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *