ভৌতিক সিরিজ নিয়ে আসছেন নুহাশ হুমায়ূন

ভৌতিক সিরিজ নিয়ে আসছেন নুহাশ হুমায়ূন

অনলাইন ডেস্ক :

প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন নির্মাতার খাতায় ইতিপূর্বে নাম লিখিয়েছেন। এবার তিনি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ভৌতিক গল্পের ওয়েব সিরিজ নির্মাণ করলেন। মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যার দিকে চরকি অফিসিয়াল ফেসবুক পেজে নতুন একটি ঘোষণা দিয়েছে। চরকিতে বাংলা ক্লাসিক ভৌতিক ঘরানার অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’ আসতে চলেছে। সিরিজটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। শাটিকাপ, নিখোঁজ এরপর আসতে চলেছে খাঁটি বাংলা ভূতের গল্প চরকির অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’।

এই সিরিজটিতে থাকবে মোট ৪টি পর্ব। এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ, মিষ্টি কিছু, লোকে বলে ও নিশির ডাক নামের পর্বগুলো মুক্তি পাবে এপ্রিল মাসের প্রত্যেক বৃহস্পতিবার অর্থাৎ ৭, ১৪, ২১ ও ২৮ এপ্রিল রাত ৭.৫৯ মিনিটে। কেন তিনি এই সিরিজের নাম ‘পেটকাটা ষ’ দিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘মূর্ধন্য ষ-কে আমরা সবাই ছোটবেলা থেকে পেটকাটা ষ বলি। কোথাও লেখা নেই। লোককথার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে জিনিষটা খুব পরিচিত হয়ে গেছে। ভূতের গল্পগুলোও পুরাটা লোককথা। মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *