অনলাইন ডেস্ক :
বৃষ্টির পর যান্ত্রিক ত্রুটির বাগড়া শেষে গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টের মঞ্চে ওঠেন অস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ কনসার্ট উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত যত বাড়ে মাঠে দর্শকদের উন্মাদনাও তত বাড়ে। কারণ শেষ পরিবেশনা যে সঙ্গীত দুনিয়ায় অপার বিস্ময় এ আর রহমানের! সুরের এই জাদুকর একে একে পরিবেশন করেন জয় হো, কুন ফায়া কুন, খাজা মেরে খাজা, জয় বাংলা জয় বাংলাদেশের মতো জনপ্রিয় সব গান। মাঝে এ আর রহমানের খানিক বিরতিতে মঞ্চে আসেন বিখ্যাত পারকিউশনিস্ট ও ড্রামার শিবমনি। বিভিন্ন বাদ্যযন্ত্রে মাতিয়ে তোলেন মিরপুরের দর্শকদের। কনসার্টে সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মিউজিক লিজেন্ডের নতুন দুই গান। গানগুলি লিখেছেন বাংলাদেশের জুলফিকার রাসেল।