এ আর রহমানের সুরের মুর্ছনায় মন্ত্রমুগ্ধ ঢাকা

এ আর রহমানের সুরের মুর্ছনায় মন্ত্রমুগ্ধ ঢাকা

অনলাইন ডেস্ক :

বৃষ্টির পর যান্ত্রিক ত্রুটির বাগড়া শেষে গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টের মঞ্চে ওঠেন অস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ কনসার্ট উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত যত বাড়ে মাঠে দর্শকদের উন্মাদনাও তত বাড়ে। কারণ শেষ পরিবেশনা যে সঙ্গীত দুনিয়ায় অপার বিস্ময় এ আর রহমানের! সুরের এই জাদুকর একে একে পরিবেশন করেন জয় হো, কুন ফায়া কুন, খাজা মেরে খাজা, জয় বাংলা জয় বাংলাদেশের মতো জনপ্রিয় সব গান। মাঝে এ আর রহমানের খানিক বিরতিতে মঞ্চে আসেন বিখ্যাত পারকিউশনিস্ট ও ড্রামার শিবমনি। বিভিন্ন বাদ্যযন্ত্রে মাতিয়ে তোলেন মিরপুরের দর্শকদের। কনসার্টে সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মিউজিক লিজেন্ডের নতুন দুই গান। গানগুলি লিখেছেন বাংলাদেশের জুলফিকার রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *