মান্নাতে শাহরুখ-সালমানদের সাথে সৌদি মন্ত্রীর সাক্ষাৎ!

মান্নাতে শাহরুখ-সালমানদের সাথে সৌদি মন্ত্রীর সাক্ষাৎ!

অনলাইন ডেস্ক :

বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রাসাদসম বাড়ি ‘মান্নত’-এ সালমান খান, শাহরুখ খান ও অক্ষয় কুমার ও সাইফ আলী খানের সাথে দেখা করেছেন সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী বাদের বিন ফারহান আলসৌদ। কিং খানসহ অন্যান্য তারকাদের সঙ্গে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ারও করেছেন তিনি। যদিও মান্নাত-এ সাক্ষাতের বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়।

কেননা মন্ত্রী ছাড়া অন্য কোনো তারকা এ বিষয়ে মুখ খোলেননি এখনও। কেবল নিজের ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করেন সৌদি মন্ত্রী। এর কিছুদিন আগে সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান আল তুর্কিও মান্নাত-এ এসে বলিউড বাদশাহর সঙ্গে দেখা করেছিলেন। তাই মনে করা হচ্ছে, এবার মন্ত্রীও এসেছেন মান্নাতে।

ছবির ক্যাপশনে মন্ত্রী বাদের বিন ফারহান লিখেছেন, বলিউড সুপারস্টারদের সঙ্গে আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা, চলচ্চিত্রের সুন্দর জগত নিয়ে আলাপচারিতা করতে পেরে আমি আনন্দিত। ধরণা করা হচ্ছে, শিগগিরই বলিউড তারকাদের নিয়ে বিশেষ কোনো আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *