অনলাইন ডেস্ক :
বলিউডের তারকাদের নিয়ে মাতামাতির শেষ নেই। ঘর থেকে বের হলেই ছবি তুলতে ফটোগ্রাফারদের ভিড় জমে যায়। সম্প্রতি কারিনা কাপুর খানের ছবি তুলতে গিয়ে এক ফটো সাংবাদিক আহত হয়েছেন।
সামাজিক যোগাযোমাধ্যমে সেই মুহূর্তের ভিডিওটি ভাইরাল হয়েছে। জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত মালাইকা অরোরাকে দেখতে গিয়েছিলেন কারিনা। সেখান থেকে বের হতেই ঘটেছে আরেক দুর্ঘটনা। কারিনার গাড়ির চাকার নিচে পড়ে এক ফটো সাংবাদিক পায়ে চোট পেয়েছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, কারিনা বাইরে বেরিয়ে আসছেন। তাকে সামনে পেয়ে একের পর এক ছবি তুলে যাচ্ছেন ফটো সাংবাদিকরা। হঠাৎই একজন চিৎকার করে ওঠেন। তাকে বলতে শোনা যায়- আমার পা, আমার পা।
এদিকে সাংবাদিক আহত হওয়ার পরই চিৎকার করে ওঠেন কারিনা। সংবাদকর্মীদের পিছিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। তারপর নিজের গাড়িতে উঠে চলে যান অভিনেত্রী।