অনলাইন ডেস্ক :
ডি কিউ নামেই তিনি বেশি পরিচিত। ভারতীয় দক্ষিণী সিনেমার সুদর্শন নায়ক দুলকার সালমান। ২০১২ সালে মালয়ালম সিনেমা সেকেন্ড শো-তে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই অসাধারণ অভিনয়ের জন্য দর্শক এবং সমালোচকের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা। অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রটি ভারতে ১০০ দিনের বেশি সময় ধরে বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হয়েছিল।
হিন্দি সিনেমায়ও কাজ করেছেন তিনি। কিন্তু খুব কম। হিন্দি সিনেমায় তার এই বিক্ষিপ্ত কাজ সম্পর্কে এক সাক্ষাৎকারে দুলকার বলেন এটি তার কাছে একটি মিষ্টি অভিজ্ঞতা। দর্শক তাকে পর্দায় দেখতে মিস করে–এই অনুভূতি তার কাছে খুব প্রিয়।
পর্দায় নিজেকে অহরহ প্রকাশ করতে নারাজ এই অভিনেতা। তিনি চান দর্শক তার কাজের অপেক্ষায় থাকুক। এক্সক্লুসিভ কাজ করে টিকে থাকতে চান তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সিনেমা জগতে ১০ বছর পূর্ণ করেন দুলকার সালমান।
চলচ্চিত্রে তার শুরুর দিকের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রে এসেছিলাম আতঙ্কিত, নিরাপত্তা হীন এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত হয়ে।’ দুলকার বলেন, চলচ্চিত্রে আগমনের পর থেকেই বেছে বেছে কাজ করেছেন তিনি। বেঙ্গালুর ডেজ ও কাধল কানমানি এবং চার্লির মতো সফল চলচ্চিত্রগুলো তার ভীতকে মজবুত করেছে।
সম্প্রতি দুটি হিন্দি প্রজেক্ট-এ কাজ করছেন দুলকার। একটি সিনেমা এবং অপরটি ‘গানস অ্যান্ড গুলাবস’ নামের একটি ওয়েব সিরিজ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস