প্রিয়াঙ্কা-নিকের মেয়ের নাম ফাঁস!

প্রিয়াঙ্কা-নিকের মেয়ের নাম ফাঁস!

অনলাইন ডেস্ক :

প্রকাশ্যে এল বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাসের মেয়ের নাম। নিয়াঙ্কার প্রথম সন্তানের নাম মালতী মারি চোপড়া জোনাস। চলতি বছরের গোড়ার দিকেই সারোগেসির মাধ্যমে বাবা-মা হন এই তারকা দম্পতি। সূত্রের খবর, সান দিয়াগোর এক হাসপাতালে গত ১৫ জানুয়ারি জন্ম হয়েছে নিক-প্রিয়াঙ্কার মেয়ে মালতী মারি চোপড়া জোনাসের।

গত ২২ জানুয়ারি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সারোগেসির মাধ্যমে সন্তান লাভের কথা প্রকাশ্যে এনেছিলেন ‘প্রিয়াঙ্কা ও নিক জোনাস’ জুটি। তবে তখন সন্তানের লিঙ্গ কী তা জানাননি তারা। যদিও পরবর্তী সময়ে প্রিয়াঙ্কার কাজিন মীরা চোপড়া জানান মেয়ের মা হয়েছেন প্রিয়াঙ্কা। এবার হলিউডের এক জনপ্রিয় সংবাদমাধ্যম সূত্রে খবর প্রিয়াঙ্কা চোপড়া তার মেয়ের নাম রেখেছেন মালতী মারি।

এরই মধ্যে শিশুর জন্মসনদ হাতে এসেছে ওই সংস্থার, এমনটাই দাবি করেছেন তারা। জানা গেছে, রাত ৮টার পর জন্ম হয় মালতী মারির। সংস্কৃত এবং ল্যাটিন দুই শব্দ মিশিয়ে মেয়ের নাম রেখেছেন নিক-প্রিয়াঙ্কা। সংস্কৃতে ‘মালতী’ শব্দের অর্থ হল এক রকম সুগন্ধযুক্ত ছোট সাদা ফুল অথবা চাঁদের আলো। অন্যদিকে মারি শব্দের অর্থ সমুদ্রকে রক্ষা করে যে নারী। মূলত ভার্জিন মেরিকে অনেক সময় এই আখ্যা দেওয়া হয়। মারি নামের সঙ্গে বাইবেলের যোগও রয়েছে। যিশুর মাতা মেরিকে ফ্রেঞ্চে ‘মারি’ বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *