নিউজ ডেস্ক :
শিশুশিল্পী হিসেবে তারকা খ্যাতি পাওয়া দীঘি ইতিমধ্যে নায়িকা হিসেবে অভিনয় করছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ মুক্তিও পেয়েছে। এবার নতুন প্ল্যাটফর্মে দেখা যাবে দীঘিকে। আগামী ২ জুন ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে দীঘির প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। শুক্রবার (২৭ মে) প্রকাশিত হয়েছে ওয়েব ফিল্মটির টিজার। এই টিজারটি সামাজিক দীঘি তার ফেসবুকে শেয়ার করেছে। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘শেষ চিঠি। অনেক ভালোবাসা চাই আপনাদের।’ ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’ পরিচালনা করেছেন সুমন ধর। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছে ইয়াশ রোহান।