বিনোদন ডেস্ক :
রাজ কুন্দ্রা জেলে। বিপাকে শিল্পা। এরই মাঝে রাজের শ্যালিকা শমিতা শেঠিকে নিয়েও জোর বিতর্ক চলছে।
এই সমালোচনার মাঝে হঠাৎ করেই টুইট করে বসলেন শমিতা, যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শমিতা লিখেছেন, ‘তোমার ভেতরে যে শক্তি রয়েছে তা সবার চোখে পড়ে না। তোমার ভেতরে থাকা আগুনের একটা ছোট্ট ফুলকি বারবার কানে বলে যায়। তুমি পারবে, তোমাকে এগিয়ে যেতেই হবে। মানুষ তোমার এই শক্তিকে কী চোখে দেখবে তা তোমার হাতে নেই। তুমি যা-ই বলো না কেন, মানুষের কানে সেই কথাই পৌঁছাবে, যা তারা আসলে শুনতে চান। তাদের ব্যক্তিগত জীবনের টানাপড়েন স্থির করে তোমার সমস্যাকে তারা কী চোখে দেখবেন। তাই বেশি না ভেবে, যা করছ তা সততার সঙ্গে করো, ভালোবেসে করে যাও।’
শমিতার এই পোস্ট দেখে নেটিজেনরা ইতিমধ্যেই শোরগোল শুরু করে দিয়েছে। নেটিজেনদের কথায়, কুন্দ্রা কাণ্ড থেকে গা বাঁচাতেই হয়তো এ ধরনের পোস্ট করছেন শমিতা।