অনলাইন ডেস্ক :
স্কাইডাইভিং করে গিয়ে ঠিক সময়ে প্যারাসুট না খোলায় মাটিতে আছড়ে পড়ে মৃত্যু হয়েছে ২১ বছর বয়সী বিখ্যাত টিকটক তারকা তানিয়া পারদেজির। কানাডার অন্টারিও-তে শনিবার (২৭ আগস্ট) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর তানিয়াকে হসপিটালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, স্কাইডাইভিং করতে প্রায় ৪ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেন ওই তরুণী। কিন্তু সময়মত প্যারাসুট খোলায় মাটিতে আছড়ে পড়েন তানিয়া। এদিকে, ঘটনার পর টরন্টোর স্কাইডাইভিং কেন্দ্র এক বিবৃতিতে জানায়, তানিয়া অনেক নিচে এসে প্যারাসুট খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের চাপের অভাব থাকায় তা খোলেনি। এক সূত্রের দাবি তানিয়া প্যারাসুট খুলতেই দেরি করে ফেলেছিলেন।