বিনোদন ডেস্ক :
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ‘অমানুষ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। সম্প্রতি অনন্য মামুন পরিচালিত সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এ সিনেমাটি শেষ হওয়ার আগেই টানা শুটিং করে কলকাতায় ‘মায়া’ সিনেমার কাজ শেষ করেছেন মিথিলা। রাজর্ষি দে পরিচালিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে কলকাতায় সিনেমাটির প্রচারে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী। গত ৩০ জুন মেয়ে আইরাকে নিয়ে ঢাকা থেকে কলকাতায় শ্বশুরবাড়ি যান মিথিলা। সেখানে গিয়েই ‘মায়া’র কাজ শেষ করেন তিনি। এরপর স্বামী সৃজিতের সঙ্গে মুম্বাই সফর করেছেন। এবার সিনেমার প্রচারণায় অংশ নিতে শুরু করেছেন মিথিলা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ‘মায়া’ সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নেন মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করে মিথিলা নিজেই বিষয়টি জানিয়েছেন। এ অনুষ্ঠানে লাল শাড়িতে বাঙালি সাজে হাজির হয়েছিলেন মিথিলা।