১৯ সেপ্টেম্বর গেল ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহের ৫০তম জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর নানার বাড়ি সিলেটের জকিগঞ্জে তার জন্ম। বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র বলা হয় সালমান শাহকে। মৃত্যুর দুই যুগ পর এখনও তার আকাশচুম্বী জনপ্রিয়তা ও আবেদন রয়ে গেছে বাংলা সিনেমাপ্রেমীদের মাঝে। এছাড়া প্রজন্ম থেকে প্রজন্মে তিনি আরও অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছেন সিনেমাপ্রেমীদের কাছে। তাকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। এখনও টিভি পর্দায় তার অভিনীত ছবি প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। ক্ষণজন্মা এই নায়ক রেখে গেছেন ২৭টি চলচ্চিত্র এবং অগণিত ভক্ত। ১৯ সেপ্টেম্বর দিনটি এলে সালমান-ভক্তরা তার জন্মদিনের কেক কেটে তাকে স্মরণ করেন প্রতি বছর।