নাইমার মাথায় ‘মিস আর্থ বাংলাদেশ’ মুকুট

নাইমার মাথায় ‘মিস আর্থ বাংলাদেশ’ মুকুট

বিনোদন ডেস্ক :

এবার ‘মিস আর্থ বাংলাদেশ’ মুকুট জিতেছেন উম্মে জমিলাতুন নাইমা। শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার গালা রাউন্ড অনুষ্ঠিত হয়। সেখানেই মিস আর্থ বাংলাদেশ ২০২১ বিজয়ী ঘোষণা করা হয় নাইমাকে। ‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’-এর পর গুরুত্বপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মনে করা হয় ‘মিস আর্থ’কে। গত বছর থেকে বাংলাদেশে আয়োজন করা হচ্ছে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজনটি হয়। গালা রাউন্ডে মিস এয়ার, ফায়ার ও ওয়াটার বাংলাদেশ হিসেবে ভূষিত হন যথাক্রমে সাকিলা তানহা, পিয়াল সরকার এবং ফাহমিদা বর্ষা। এছাড়াও ফারজাহান পিয়া ও আরুশা আবিদা যথাক্রমে মিস বিউটিফুল ফেস ও মিস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *