বিনোদন ডেস্ক :
দর্শক চাহিদার কথা বিবেচনা করে ‘পুনর্জন্ম ২’ নিয়ে আবার আসছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। সম্প্রতি নাটকের মুখ্য চরিত্রে থাকা মেহজাবিন তার ফেসবুক একাউন্ট থেকে পুনর্জন্ম ২ এর পোস্টার রিলিজ করলেন, সাথে জানিয়ে দিলেন মুক্তির তারিখও। চ্যানেল আইয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১লা অক্টোবরেই মুক্তি পেতে চলেছে ‘পুনর্জন্ম ২’। এ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, গল্পের ধারণা দিতে চাই না। বেশকিছু টুইস্ট রয়েছে। চমকে দেওয়ার মতো ব্যাপার রয়েছে। প্রথম অংশ দেখে দর্শক ধাক্কা খেয়েছিলেন। ‘পুনর্জন্ম ২’ দেখেও দর্শক একাধিকবার ধাক্কা খেতে পারেন। আশা করি সবার ভালো লাগবে।