বিশ্ব সুন্দরীর হাফ সেঞ্চুরি

বিশ্ব সুন্দরীর হাফ সেঞ্চুরি

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

নব্বইয়ের দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন। তার নামের সাথে যুক্ত রয়েছে বিশ্বসুন্দরীর তকমাও। মিডিয়াতে কোনো না কোনো কারণে চর্চায় থাকেন এই অভিনেত্রী। একটা সময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। বর্তমানে বড়পর্দা থেকে বেশ কিছুটা দূরে থাকলেও নিজের দাপট আগের মতোই বজায় রেখেছেন তিনি, তা নিয়ে কোন সন্দেহই নেই। পর্দায় অভিনেত্রীকে এখনো একঝলক দেখার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তমহল।

১৯৭৩ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করা এই জনপ্রিয় অভিনেত্রী আজ ৫০ বছরে পা দিয়েছেন। বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ঐশ্বরিয়া জনপ্রিয়তা পেয়েছেন বিখ্যাত পরিচালক মণিরত্নম পরিচালিত তামিল ছবি ‘ইরুভার’ দিয়ে। এরপর বেশকিছু দক্ষিণী ছবিতে অভিনয় করেন তিনি।

বলিউডে তার প্রথম ছবি ‘অউর পেয়ার হোয়া গায়া’। তবে পরিচিতি আসে সঞ্জয় লীলা বানসালির সাড়া জাগানো ছবি ‘হাম দিল দে চুকে সনম’ দিয়ে। এ ছবিতে তিনি দর্শককে বিমোহিত করেন সালমান খানের সঙ্গে। একই বছর মুক্তি পাওয়া ‘তাল’ ছবিটি কোটি দর্শকের মন জয় করে নেয়। যশরাজ ফিল্মসের ‘মোহাব্বাতে’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্বল্প উপস্থিতিতেও নজর কেড়ে নিয়েছিলেন। এরপর আবার বড় সাফল্য আসে বানসালির ‘দেবদাস’ দিয়ে। সেখানে পার্বতী হয়ে মন জয় করে নিয়েছেন দর্শকের। পাশাপাশি পেয়েছেন সমালোচকদের প্রশংসাও।

দীর্ঘ ক্যারিয়ারে ঐশ্বরিয়া কাজ করেছেন সালমান খান, শাহরুখ খানসহ সমসাময়িক প্রায় সব নায়কের বিপরীতে। তবে কখনও আমির খানের সঙ্গে সিনেমায় কাজ করেননি, কিন্তু একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে কাজ করেছেন।

দীর্ঘ বিরতির পর ২০২২ সালে তিনি ‘পোনিয়িন সেলভান’ সিনেমা দিয়ে বড়পর্দায় ফেরেন। বলা চলে এ সিনেমা দিয়ে রাজসিক প্রত্যাবর্তন হয়েছে নায়িকার। মণিরত্নম পরিচালিত এ সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। পোনিয়িন সেলভান একটি তামিল ঐতিহাসিক উপন্যাসের চলচ্চিত্র রূপ। কালকি কৃষ্ণমূর্তির ইতিহাসভিত্তিক তামিল উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এ ছবি। দক্ষিণ ভারতের চোল রাজাদের ইতিহাস উপন্যাসের মূল বিষয়বস্তু, তাই ছবিটি তৈরি হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে। সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। এতে তাকে নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে পর্দায় দেখা গেছে।

জানা গেছে, ঐশ্বরিয়াকে পর্দায় রানী করে তুলতে ১৮ জন শিল্পী টানা ছয় মাস কাজ করেছেন। শুধু তাই নয়, তারা দিনরাত এক করে অভিনেত্রীর অলংকার বানিয়েছেন। এ অলংকারের ঝলকানিতে রানী নন্দিনীর রূপে পূর্ণতা পেয়েছেন ঐশ্বরিয়া। এ বছর ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ঐতিহাসিক ড্রামা ঘরানার পোনিয়িন সেলভান ২ সিনেমার দ্বিতীয় পর্ব। মুক্তির প্রথম সপ্তাহেই দুর্দান্ত ব্যবসা করেছে সিনেমাটি। সাধারণ দর্শকের সঙ্গে সমালোচকদেরও মন জয় করেছে। বক্স অফিস থেকে সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৩৪৫ কোটি রুপি। এ বছর মুক্তি পাওয়া এটাই একমাত্র সিনেমা তার।

ব্যক্তিজীবনে ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। তাদের সংসার আলো করে রেখেছে আরাধ্যা নামে এক কন্যাসন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *