
অনলাইন ডেস্ক :
অনেক বছর ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে অনেক দূরে একসময়ের দাপটে অভিনেত্রী শাবনূর। এ নিয়ে তার অনুরাগীদের আক্ষেপের শেষ নেই। তারা চানা, তিনি যেন ফের অভিনয়ে ফিরুক। শাবনূরও চান অভিনয়ে ফিরতে। কয়েকবার আশ্বাসও দিয়েছেন। কিন্তু বাস্তবায়িত হয়নি। কেন ফিরছেন না অভিনয়ে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এ অভিনেত্রী।
অভিনেত্রী শাবনূর বলেন, ‘অবশ্যই সিনেমায় ফিরতে চাই। এমনকি ফেরার চেষ্টাও চলছে। তবে সিনেমায় ফিরতে হলে আমাকে ফিট হতে হবে। ওজন কমাতে হবে। আর একবার ওজন বেড়ে গেলে হঠাৎ করে তা কমানো সম্ভব নয়। এর জন্য সময় প্রয়োজন। তবে চলতি বছরই ফেরার ইচ্ছা আছে।’
নায়িকা বলেন, ‘এখন বাংলা সিনেমার একটা ভালো সময় যাচ্ছে। অনেকেই নির্মাণে ফিরবে। পরিচালনার ইচ্ছা আমারও অনেকদিনের। শুধু একটু গুছিয়ে নিতে যে সময়টুকু লাগে, সেটাই নিচ্ছি।’