আটকে গেল ‘মিশন ইম্পসিবল’-এর নির্মাণ

আটকে গেল ‘মিশন ইম্পসিবল’-এর নির্মাণ

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

যারা ‘মিশন ইম্পসিবল’ সিরিজের সর্বশেষ কিস্তি ‘ডেড রেকনিং’ দেখেছেন, জানেন যে ছবির গুরুত্বপূর্ণ একটি অংশ সাবমেরিন। সিরিজের গল্পের পরবর্তী অংশের শুটিংও হচ্ছে সত্যিকারের সাবমেরিনে। আর সেখানেই ঘটেছে বিপত্তি। ফিল্ম স্টোরিজের এক প্রতিবেদন অনুসারে, আড়াই কোটি ডলারে নির্মিত সত্যিকারের সাবমেরিনে হওয়ার কথা ‘ডেড রেকনিং: পার্ট টু’র শুটিং। কিন্তু সম্প্রতি সাবমেরিনে জটিলতার কারণে কয়েক সপ্তাহ পিছিয়ে গেছে চলতি লটের শুটিং। হলিউডের ধর্মঘটসহ নানা কারণে গত বছর থেকে জটিলতায় রয়েছে বড় বাজেটের সিনেমাটি। এর মধ্যে সর্বশেষ যুক্ত হলো সাবমেরিনের ত্রুটি। জানা গেছে, সাবমেরিন পর্বে সত্যি সত্যি পানির নিচে হবে শুটিং। কিন্তু সেখানে ঠিকঠাক কাজ করছে না ডুবোজাহাজ। তাই আপাতত মেরামতের জন্য সময় দিয়েছে প্রডাকশন টিম। আরও জানা গেছে, ২০২৫ সালে মুক্তির প্রতীক্ষায় থাকায় ‘মিশন ইম্পসিবল এইট’ নিয়ে উদ্বেগের মাঝে আছেন প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্সের কর্তারা। একে তো ব্যয়বহুল সিনেমা, তারপর নতুন নতুন বাগড়া। এখন সময় মতো শেষ করতে না পারলে আইম্যাক্সের মতো প্রিমিয়াম ফরমেটে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়বে। বলা হচ্ছে, সিনেমার বাজেট প্রায় ৪০ কোটি ডলার। এ অঙ্কে হলিউডে সিনেমা বানানোর রেকর্ড নেই বললেই চলে। সে হিসেবে বিলিয়ন ডলার আয় ছাড়া লাভের মুখ দেখবে না টম ক্রুজের স্পাই সিরিজের সর্বশেষ কিস্তিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *