
লোকমান হোসেন | সঙ্গীত ডেস্ক |
বিনোদন ডেস্ক : ঢাকায় এক কনসার্টে গাইবেন পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আগামী বছরের ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চে এই কনসার্ট করবে ‘স্টার বক্স’। প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, শ্রোতাদের কথা বিবেচনা করে টিকিটের দাম সামর্থ্যের মধ্যেই রাখা হবে ।
কনসার্টে আতিফ আসলাম ছাড়াও বাংলাদেশের শিল্পীরা গাইবেন।