ভক্তরা আমার মতো বউয়ের স্বপ্ন দেখে: সাদিয়া আয়মান

ভক্তরা আমার মতো বউয়ের স্বপ্ন দেখে: সাদিয়া আয়মান

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনীত নাটক ‘আমার হয়ে থেকো’ প্রচারের পর থেকেই ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা সিনেমা।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে ফারহানের সঙ্গে জুটি বাধার বিষয়ে সাদিয়া আয়মান বলেন, ‘আমাদের একসঙ্গে প্রথম কাজ। আমি একটু চিন্তিত ছিলাম। দর্শক আমাদের কীভাবে নেয়, এটা ভেবে। কারণ, আমাদের আরেক কো-আটিস্টের সঙ্গে জুটি আছে—খায়রুল বাসার ও তৌসিফ ভাই। পরে দেখলাম দর্শক প্রথম নাটকেই আমাদের প্রশংসা করছে।’
ভক্তরা তার (সাদিয়া আয়মান) মতো মেয়েকে বউ বানানোর স্বপ্ন দেখে উল্লেখ করে এই নায়িকা বলেন,‘গল্পে আমার চরিত্রের মধ্যে একটু বউ বউ ব্যাপার ছিল। ভক্তদের অনেকে লিখেছে, সাদিয়া আয়মানের মতো বউ চাই। ভক্তরা আমার মতো বউয়ের স্বপ্ন দেখছে। দর্শকদের নানা প্রতিক্রিয়া ভালো লাগে।’

ইউটিউব ট্রেন্ডিং এর বিষয়ে তিনি বলেন, ‘আমাদের নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। তবে ভিউ নিয়ে মাথা ঘামাই না। এটা ভক্তদের ভালোবাসা। কারণ, আমি গুণগত মানকে গুরুত্ব দিয়ে অভিনয় করি। নাটকের গল্প, অভিনয় আমার কাছে গুরুত্বপূর্ণ। এ নাটকটি আসলে প্রেমের গল্প না। অ্যারেঞ্জ ম্যারেজ নিয়েই এর গল্প। প্রেম হওয়ার আগেই গল্প শেষ। সেটা দর্শক পছন্দ করছে, ভালো লাগছে।’

এই অভিনেত্রী বলেন, ‘আমার কিন্তু ১০টি কাজের মধ্যে একটি কাজ খারাপ আছে। এটা থাকতেই পারে। কিন্তু আমি কখনোই ভিউ নিয়ে প্রতিযোগিতা করি না। এখন যার যা পছন্দ। আমার মাসে তিন থেকে চারটি কাজ হলেই যথেষ্ট। কিন্তু ভিউ নিয়ে প্রতিযোগিতায় আমি যাই না। দায়িত্ব নিয়ে নিজের কাজ করি।’

দর্শকদের অনেক ভালোবাসা প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, ‘সম্প্রতি আমি প্রথমবার পাবনায় গিয়েছিলাম। আমি ভাবতাম, ঢাকার দর্শকেরাই আমাকে বেশি চেনেন। কিন্তু পাবনা গিয়ে ভুল ভাঙল। সেখানে এত পরিমাণ ভক্ত, তাদের দেখে আমি চমকে গেছি। জানতামই না ঢাকার বাইরে আমার এত ভক্ত আছেন। কেউ আমাকে দেখে চিৎকার দিয়েছে। অনেক দূর থেকে আমাকে দেখতে এসেছে। আমাকে ছুঁয়ে দেখেছে। এই জন্যই মনে হয় আমার ভালো কাজ করা দরকার।’

প্রথম সিনেমা ‘কাজলরেখা’ নিয়ে এই নায়িকা বলেন,‘আমার আশা, দর্শক আমাকে পছন্দ করবেন। এখন তো সিনেমার প্রস্তাব পাই। তবে এই সিনেমার পরেই সিদ্ধান্ত নেব সিনেমা করব কি না। দেখা যাক। ভালোবাসা দিবসের কাজ শেষ করলাম, ঈদের কাজের প্রস্তুতি নিচ্ছি। আমার তাড়াহুড়া নেই। ধীরে ধীরে হাঁটতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *